সিভিক ভলেন্টিয়ারের ক্রিকেট মাঠে শারিরীক দক্ষতা তাক লাগিয়েছে সকলকে

17th February 2021 5:14 pm বাঁকুড়া
সিভিক ভলেন্টিয়ারের ক্রিকেট মাঠে শারিরীক দক্ষতা তাক লাগিয়েছে সকলকে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  তিনি পেশায় সিভিক ভল্যান্টিয়ার । নেশায় ক্রিকেট পাগল । সোনামুখী থানা এলাকার প্রত্যন্ত গ্রাম ইছাড়িয়ার তাপস আইচ ক্রিকেট জগতে তার নাম কালু , একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । যেখানে দেখা যাচ্ছে স্পাইড্যার ম্যানের মতো উড়ে গিয়ে বল মুঠো বন্দি করছেন তিনি । ঐ ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায়, সম্প্রতি রামপুর মাঠে একটি প্রতিযোগীতা মূলক খেলার সময় কেউ বা কারা ঐ বিশেষ মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করেন । যা পরে নেটিজেনদের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । একই সঙ্গে ঐ ক্রিকেটার ওই প্রতিযোগীতায় ২৩ বলে ৮৯ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বলেও জানা গেছে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।